ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে বাবার লাঠির আঘাতে তানজিন আক্তার (১৭) নামে কিশোরী কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার বাসা থেকে পিতা আবুল হাসেমকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত কিশোরীর মা জুবেদা খাতুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।
নান্দাইল মডেল থানার ওসি ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মেয়ের পিতা বর্তমানে পুলিশের হেফাজতে আছে। আগামীকাল বুধবার তাকে আদালতে তোলা হবে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পাশের বাড়িতে টাকা চুরি গেলে তানজিনকে দোষারোপ করা হয়। এ ঘটনায় বাবা তার মেয়েকে শাসন করার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/মাহবুব