ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘ধর্মীয় আচার মানুষের বিবেককে জাগ্রত করে। যে ব্যাক্তি ধর্মকর্ম করে না, তার মধ্যে মানবিক গুণাবলীর অনেক অভাব থাকে। খুব সহজেই সহিংসতায় জড়িয়ে পড়তে পারে’।
বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দু নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সোহাগ এদিন মোরেলগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন ও উৎসব মুখর করে তুলতে তিনি দলীয় নেতাকর্মীদেরকে বিশেষভাবে অনুরোধ জানান। মণ্ডপগুলোয় তিনি ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এসময় উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য খান নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা খ.ম লুৎফর রহমান, চেয়রম্যান খান শাজাহান আলী, যুকলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, কলেজ শাখার সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইমও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতির সঙ্গে ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব