রোহিঙ্গা ইস্যুতে বিএনপি কোনো গঠনমূলক পদক্ষেপ নিতে পারেনি মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনা রাজনীতিকে পাশে রেখে মানবতাকে সবার উপরে তুলে ধরে রোহিঙ্গা শরণার্থীদের রক্ষা করছেন, সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন। তাদের জাতিগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। তিনি এখন সারা পৃথিবীর মানুষের কাছে বিশ্ব শান্তির মডেল হিসেবে স্থান করে নিয়েছেন। ।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে সিংড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র মানুষের মধ্যে শুভেচ্ছা উপহার ও পূজা মন্ডপে জিআরের চাল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদের সভাপতিত্বে এ চাল ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, শারদীয় দুর্গোৎসবে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্ম যার যার, উৎসব সবার-এই স্লোগানকে ধারণ করে এই দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমাদের সবাইকে এই সম্প্রীতি ধরে রাখতে হবে। কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, সাধারণ সম্পাদক গোপাল বিহারী দাস, পৌর যুবলীগের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার প্রমুখ।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী উপজেলার ৯৯টি পূজা মণ্ডপে শারদীয় শুভেচ্ছা হিসেবে পুরোহিতদের মধ্যে ধূতি, রামাবলী এবং নগদ অর্থ সহায়তা করেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল