পুলিশের ওপর হামলার মামলায় নড়াইল জেলা জামায়াতের আমির আশেক এলাহী ও জেলা ইউনিট সদস্য মাস্টার নবীর হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন।
এর আগে, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর বিকালে শহরের পুরাতন বাস টার্মিনালে জামায়াত মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে মামলার এ দুই আসামি পলাতক ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব