এবার নাটোর জেলার সাত উপজেলায় ৩৬০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নাটোর সদরে ৭৭ টি মন্ডপে পূজা হচ্ছে। এসব মন্ডপের মধ্যে ১০১টি মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৯৫টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
স্থানীয়ভাবে শহরের নিচাবাজার এলাকায় এবার একটি পুকুরের উপর মন্ডপ তৈরি করে পূজার আয়োজন করা হয়েছে। প্রভাতি সংঘের ব্যানারে নিচাবাজার এলাকায় প্রায় ৪০ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এলাকায় এবার কোন খোলা মাঠ বা জায়গা না থাকায় ফৌজদারি পাড়া পুকুরের ওপর মঞ্চ বানিয়ে পূজার আয়োজন করা হয়েছে।
সংঘের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা জানান, বেশ কয়েক বছর তার জমির উপর পূজার আয়োজন করা হচ্ছিল। কিন্তু বাড়ি নির্মান করার পর পাশে মেধা কোচিং সেন্টারের পাশের খোলা মাঠে গত ৩/৪ বছর ধরে পূজার আয়োজন করা হয়। সেই খোলা মাঠটিও এবার খালি পড়ে নেই। বাধ্য হয়ে এলাকার পুরাতন একটি পুকুরের মধ্যে মঞ্চ বানিয়ে পূজার আয়োজন করা হয়েছে। পানিতে পাইপ বসিয়ে ফোয়ারা বানানো হয়েছে। সৌন্দর্য্য মন্ডিত হওয়ায় পূজা শুরুর আগে থেকেই প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে মন্ডপে। এবার স্থানীয় প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগীতায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন।
পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনীর সতর্ক অবস্থানসহ ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে পূজার অনুষ্ঠানে নেশাগ্রস্থদের প্রবেশ করতে দেওয়া হবেনা। আতশবাজিও না করার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল