নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (১৫) নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ফারুক উপজেলার কাছিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক মহসীনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ফারুক কাছিকাটা থেকে চাঁচকৈড় বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মশিন্দা বাজারের পাশে দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দিলে ফারুক গুরতর আহত হয়। স্থানীয়রা গুরুদাসপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে ফারুক মারা যায়। ওই ট্রাকের মালিক চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ট্রাক চালক মহসীনের কোনো লাইসেন্স নেই। তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা