বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা স্বাস্থ্য ও স্যানিটেশন সমস্যায় ভোগছে। দ্রুত রোহিঙ্গাদের এই সমস্যা থেকে উদ্ধার না করা হলে বড় ধরনের রোগ-বালাইয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে ও থাকবে।
আজ সকাল ১১টায় উখিয়ার বালুখালী শহীদ জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এসম তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, আমাদের দল, আমাদের দলের নেতারা প্রথম দিন থেকেই এখানে আছেন। তারা ত্রাণের কাজ করে যাচ্ছেন। সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন আওয়ামী লীগ। আর আমরা বিরোধী দলে থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, যত ত্রাণ দেওয়া হয়েছে বেশিরভাগ বিএনপিই দিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, আমরা বরাবরই বলে এসেছি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের মধ্যে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা মানবতার পাশে দাঁড়ানোর জন্য, আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার যদি সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ করা প্রয়াস সৃষ্টি করতে পারত তাহলে সরকারেরই হাত শক্তিশালী হতো। রোহিঙ্গা সমস্যা সমাধান তরান্বিত হতো। কিন্তু তারা সেটা করেনি। সরকারের মাঝে সমন্বয়হীনতার অভাব রয়েছে। এ থেকেই প্রমাণিত হয় আসলে সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয়।
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিনই একটি টিম আসছে যারা উখিয়াসহ দূরবর্তী এলাকায় ত্রাণ দিচ্ছে। আমাদের মেডিকেল টিম দুস্থদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।
পরে বেলা ১২টার দিকে বিএনপির মহাসচিব থাইংখালীর ঢালারমুখ ও হাকিমপাড়া, শফিউল্লাকাটা রোহিঙ্গা ক্যাম্পে ৩ সহস্রাধিক নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে স্থাপিত নলকুল, স্যানিটারী ল্যাট্টিন উদ্ভোধন করেন। এসময় সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা: শাহাদৎ হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী, সহ-সভাপতি এটিএম নুরুল বশর, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী প্রমূখ।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল