টেকসই উন্নয়নে পর্যটন- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে আজ কুয়াকাটায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতে গিয়ে শেষ হয়।
পরে পর্যটন হলিডে হোমস মিলনায়নে পর্যটন কর্পোরেশনের ইউনিট ম্যানেজার ফারুকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পটুয়াখালী সদও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মনির, হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার প্রমুখ। সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বাউল গানের আয়োজন করা হয়।
পর্যটন মোটেল ইয়ুথ ইন, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনে ও কুয়াকাটা আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতি এ কর্মসূচিত আয়োজন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার