প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া তরুণ সামাজের উদ্যোগে মহাসড়ক ও গ্রামীণ রাস্তার দুই ধারে ১২শ তাল বীজ রোপণ করা হয়েছে। বুধবার সকালে ওয়ালিয়া ট্রাফিক মোড়রস্থ মহাসড়কের সামনে তাল বীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
প্রাকৃতি দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে তরুণদের এই উদ্যোগ গ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বাড়ির আঙ্গিনায় ও রাস্তার ধারে সকলকে বেশি বেশি তাল বীজ রোপণ করতে হবে। এছাড়াও আগামীতে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে ২৫ হাজার তালবীজ রোপন করা হবে।
এসময় ওয়ালিয়া তরুণ সমাজ সামাজিক সংগঠনের উদ্যোগতা সাংবাদিক আশিকুর রহমান, ওয়ালিয়া ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, সাংবাদিক মোস্তফা বায়েজিদ কাদের, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, ওয়ালিয়া তরুণ সমাজের সদস্য আজিবর রহমান, নাইম ইসলাম, সবুজ হোসেন, জাহিদ, মামুন, সাদ্দাম, আনিছুর, বুরুজ, মিলন, মানিকসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম