আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সংবিধানের নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন কুষ্টিয়া কেন্দ্রীয় শাহী মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্ধোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন ৫ একর জায়গার উপর ৩৩ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে আধুনিক এ দোতলা মসজিদ নির্মিত হবে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম