মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতন বন্ধ এবং তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিশু সংগঠন খেলাঘর আসর। আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি জীবন কৃষ্ণ দে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সেলিনা, কাজল ঘোষ, নাজমুল হোসেন আকাশ এবং নিগার সুলতানা হনুফা প্রমুখ। বক্তারা মিয়ানমারের আরাকান রাজ্যে শান্তি ফিরিয়ে আনাসহ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার