ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কুঞ্জনগরের ব্যবসায়ী শাহজাহান শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বিকেলে স্থানীয় কুঞ্জনগর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মান আকবর বাবলু চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মান্দার ফকির, কাইমুদ্দিন মন্ডল, স্কুল শিক্ষক আবদুস সালাম বেপারী, অ্যাডভোকেট সরোয়ার হোসেন মোল্যা, রামনগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন মোল্যা, যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব খান, নিহত শাজাহানের ভাই হাবিব শেখ, ছেলে রায়হান শেখ, মেয়ে সানজিদা প্রমুখ। পরে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় তিনি শাহজাহান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এ বছরের ২২ ফেব্রুয়ারি ব্যবসায়ী শাহজাহানের লাশটি স্থানীয় রামনগর স্কুলের পাশের গম ক্ষেতে পাওয়া যায়। সন্ত্রাসীরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়। মামলায় তালিকাভুক্ত দুই আসামিকে আটক করা হলে সে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। বর্তমানে আসামিরা জামিনে আছে। কিন্তু প্রভাবশালী একটি মহলের কারণে হত্যা মামলাটি ধামাচাপা পড়ে আছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার