“উন্নয়নের জন্য টেকসই পর্যটন, একটি অন্যতম হাতিয়ার”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্টিত হয়েছে। অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে নেত্রকোনার পর্যটন স্পট নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহজাহান মিয়া, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি গোলাম মোহাম্মদ আযম, পল্লী বিদ্যুতের জি এম মুজিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ সময় নেত্রকোনার বিরিশিরির স্বোমেস্বরী, রানীখং মিশন, সাদামটির পাহাড়, মোহনগঞ্জ ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য নিয়ে আলোচনা করা। এর জন্য সড়ক মেরামত, হোটেল মোটেল নির্মানের উদ্যোগ নেয়ার জোর দাবী জানান সাংবাদিকসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার