সাতক্ষীরায় ঘরে উচ্চ স্বরে গান বাজিয়ে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। আজ ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুলি খাতুন পারকুখরালি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও এক সন্তানের জননী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, যৌতুকের জন্য আবুদর রাজ্জাক তার স্ত্রীকে প্রায় মারধর করতো। ঘটনার দিন রাতে পাষণ্ড স্বামী ঘরের ভিতর সাউন্ড বক্সে জোরে গান বাজিয়ে তার স্ত্রীকে উড়না পেঁচিয়ে হত্যা করে। যাতে তার স্ত্রীর আত্মচিৎকার ঘরের বাইরে এলাকাবাসীর কানে না পৌঁছায়। এরপর সে প্রচার দেয় স্ট্রোক করে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় সকালেই আবুদর রাজ্জাককে আটক করে পুলিশ। পরে সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জমানবন্দীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা কথা স্বীকার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর ২০১৭/হিমেল