নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে বরিশালে লাল পতাকা মিছিল এবং শ্রমিক সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। রবিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়। মাথায় লাল ফিতা এবং লাল পতাকা নিয়ে শ্রমিক স্বার্থ সংশ্লিস্ট শ্লোগান সহকারে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিন শেষে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
এ ছাড়া জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেস্টা ডা. মনিষা চক্রবর্তী ও জেলা বাসদের সমন্বয়ক ইমরান হাবিব রুমন সহ সংগঠনের কেন্দ্রিয় ও স্থানীয় শ্রমিক নেতারা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাটারী চালিত রিক্সার নীতিমালা প্রনয়ণ সহ লাইসেন্স প্রদান, ইমারত শ্রমিক আজাদের খুনীদের দ্রুত বিচার, সকল প্রতিষ্ঠানের শ্রমিকদের পরিচয়পত্র চালু, সকল প্রতিষ্ঠানের শ্রমিকদের সপ্তাহে দেড় দিনের ছুটি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, গণতান্ত্রিক শ্রম আইন ও ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক মজুরী নির্ধারণ, হোটেল-রেস্তোরা শ্রমিকদের পরিচয়পত্র, সার্ভিস বুক, ৮ ঘণ্টা কর্মদিবস ও ওভারটাইম চালু এবং সকল শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর ২০১৭/হিমেল