কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত সেই নারীর নাম আরতি রাণী (৫০)।
রবিবার সকালে উপজেলার মঠখোলা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড়ভাই সন্তোষ চরণ দাস জানান, আরতি রাণী শনিবার দিবাগত রাতে বাড়ির সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যোন। পরে আর ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ উদ্ধার করে। আরতি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৮ অক্টোবর, ২০১৭/ তাফসীর