বরিশালে পুলিশের উপস্থিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ পণ্ড হয়ে গেছে।
রবিবার দুপুর ১টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে দাঁড়িয়ে ব্যানার খোলার সময় আওয়ামীপন্থী আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি এবং আওয়ামীপন্থী আইনজীবীদের বাধায় বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। ধাক্কাধাক্কিতে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের হাতে রক্তাত্ব জখম হয় বলে তিনি জানিয়েছেন।
বিএনপিপন্থী আইনজীবীরা তাদের কর্মসূচীতে বাধার খবর সাংবাদিকদের জানানোর সময় সেখানেও আওয়ামীপন্থী আইনজীবীরা বাধা প্রদান করে। এক পর্যায়ে দুই পক্ষ নিজ নিজ সংগঠনের পক্ষে শ্লোগান দিতে থাকে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অপরদিকে আওয়ামীপন্থী আইনজীবীদের দাবী, বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিল। তারা তাদের অরাজকতা প্রতিহত করেছেন মাত্র।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন