নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ইফতিয়ার হোসেন আনন্দ (১৪) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে চৌমুহনী-ফেনী মহাসড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফতিয়ার হোসেন আনন্দ সেনবাগ উপজেলার সাতবাড়ীয়া এলাকার ফরাজি বাড়ীর সাহেব উল্যার ছেলে। সে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালের দিকে চৌমুহনী থেকে সেনবাগের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ছেড়ে যায়। পথে সিএনজিটি সেতুভাঙা বাজার সংলগ্ন দোকানঘর এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী আনন্দ নিহত হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সিএনজি চালক ও বাস চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান