জেলার সুধারামের পূর্ব চরমটুয়া গ্রামে মুকবুল মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ইসমাইল মাঝি (৫০) ও তার স্ত্রী পারভীন আক্তারকে (৪০) কুপিয়ে জখম করে ডাকাতরা। পরে তারা মালামাল ও নগদ টাকা লুট করে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জখম দম্পতিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব চর মটুয়ার ইউপি মেম্বার মুকবুল আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৭/হিমেল