নীলফামারীর ডিমলায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি জিকরুল হককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। পালানোর প্রায় ৭ ঘণ্টা পর বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী জিকরুল হক ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের নছিম উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলের দিকে ওই আসামিকে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের খালিশা চাপানি হাট থেকে ফেনসিডিলসহ আটক করে ডিমলা থানা পুলিশ। এসময় হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় সে। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর প্রায় ১০ কিলোমিটার দূরে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম