মানুষের কঙ্কালসহ গাজীপুরের টঙ্গী থানার স্টেশন রোড এলাকা থেকে মো. এরশাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একটি বাসে তল্লাশি চালিয়ে বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক এরশাদ শেরপুরের নকলা এলাকার বাসিন্দা।
আটক এরশাদ পুলিশকে জানান, কঙ্কাল দু’টি বিক্রি করতে তিনিসহ চার-পাঁচজন ময়মনসিংহ যাচ্ছিলেন। টাঙ্গাইলের সখীপুর এলাকার কবর থেকে মানুষের কঙ্কাল দু’টি চুরি করে আনা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসযাত্রী এরশাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো দু’টি কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়েছে। তবে এসময় অন্যরা কৌশলে পালিয়ে যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার