দিনাজপুরে ১৪ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। আটকদের দুপুরে আদালতে পাঠানো হবে।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ১১৫ গ্রাম গাঁজা, ১২৫ বোতল ফেন্সিডিল ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার