কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৮) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, সকালে দোলেশ্বর এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে- নিহত ব্যক্তি একজন ভবঘুরে। রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই আবদুর রহিম।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম