হবিগঞ্জে ৬০ লিটার চোলাই মদসহ নিরঞ্জন দাস (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিরঞ্জন দাস বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের ধনেশ্বর দাসের ছেলে।
জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুলসহ একদল পুলিশ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম