ময়মনসিংহের ভালুকায় স্ত্রী আয়েসা আক্তারকে (৩৫) হত্যার অভিযোগে স্বামী সালাউদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার পাড়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার উপজেলার পাড়াগাও গ্রামের মৃত মতিন মৌলবীর ছেলে সালাউদ্দিন নিজের মেয়ের বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আয়েসা আক্তারকে (৩৫) মারধর করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় প্রথমে তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘাতক স্বামী সাালাউদ্দিনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হযরত আলী জানান, নিহতের পায়ে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার অনেকেই বলছে বিষ খেয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম