গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্চনা মণ্ডল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার উলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত অর্চনা ওই গ্রামের সুবল মণ্ডলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, রান্না ঘরের লাইটের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অর্চনা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম