সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ, খেলার ছলে গলায় ফাঁস দিয়ে শিশু এবং শাহজাদপুরে পানিতে ডুবে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তারা হলেন- শাহজাদপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে নুকালি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সজিব ওরফে বিদ্যুৎ (১৩), বেলকুচির সবর্নসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে লিখন (১১) ও উত্তর বানিয়াগাতী গ্রামের সুজাল মল্লিকের ছেলে খালেক মল্লিক (৬০)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকেলে বৃদ্ধ আব্দুল খালেক মল্লিকের উপর প্রতিপক্ষ আলতাফ মন্ডলের লোকজন হামলা চালায়। গুরুত্বর অবস্থায় বগুড়া নেয়া হলেভোরে খালেক মল্লিক মারা যায়।
অপরদিকে, রাতে তাঁতের সুতা নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লেগে শিশু লিখন মারা যায়। তবে খেলার ছলে নাকি হত্যা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বিকেলে সজিব জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর বন্ধুদের নিয়ে বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চয়ড়া বাবুবাজার এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম