কিশোরগঞ্জের মিঠামইনে খালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে তিন সহোদরসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক। আজ দুপুরে চারিগ্রাম বাজারের কাছের একটি খালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, চারিগ্রামে সোলেমান ও পল্লব নামে দু'ব্যক্তির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জেরে আজ উভয় পক্ষের কয়েক'শ লোক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে তিন সহোদরসহ চারজন নিহত হয়। নিহতরা হলেন- চারিগ্রাম গ্রামের আব্দুল আজিজের ছেলে ফরগিস মিয়া, মাছুম, মাখন ও একই গ্রামের সুজন মিয়ার ছেলে রাজীব। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক লোক। আহতদেরকে মিঠামইনসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার