বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সংসদ সদস্য শিরিন নাঈম পুনম বলেছেন, আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে হতদরিদ্রদের মাঝে নিজ তহবিল থেকে অনুদানের চেক বিতরণকালে এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার।
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কোহিনুর বেগম, সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলিসহ অন্যরা। অনুষ্ঠানে প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার