নরসিংদীর মেঘনা নদীতে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিবিন সাহার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া (৩) নজরপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
নৌকার যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল নজরপুর থেকে ৩০/৪০ জন যাত্রী ও মালামাল নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থানার ঘাটে আসছিল। ঘাটের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি উল্টে যায়। একপর্যায়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় যাত্রীরা সাঁতরে তীরে উঠে। কিন্তু তিন বছরের শিশুটি পারেনি।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৭/ফারজানা