বগুড়ার শিবগঞ্জে জেএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের চেষ্টাকালে কলেজ ছাত্র আতাউর রহমানের (২২) দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত মাহাতো এ দণ্ডাদেশ প্রদান করেন।
আতাউর রহমান জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র এবং উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের আবু আনিছের ছেলে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই মোকাম্মেল হক জানান, জেএসসির বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে আতাউর রহমান শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করার সময় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, বিকেলে দণ্ডপ্রাপ্ত আতাউর রহমানকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন