চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পাঁচজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মো. জামাল নামে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যও আছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেন, পৌরসভার সামনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভার আয়োজন করেছিলেন আবদুল্লাহ কবির লিটন। তিনি নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে এমপির অনুসারীরা সড়ক অবরোধ করে আটকে দেয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ কবির লিটনকে ঠেকাতে বাঁশখালীর প্রধান সড়কের দেলাইয়ার দোকান এলাকায় সড়ক অবরোধ করেন এমপির অনুসারীরা। লিটন তার অনুসারীদের নিয়ে অলি মিয়ার দোকান এলাকায় এসে আটকে পড়েন। এ সময় উভয়দিক থেকে গুলিবিনিময় শুরু হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর