বরিশালের উজিরপুর পৌরসভার পূর্ব পরমানন্দসাহা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. নুরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই গ্রামের মৃত রহমালী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, নুরুল ইসলাম তার ঘরের পাশের ক্ষেতের ধান ইদুরের উপদ্রব থেকে বাঁচাতে প্রত্যেক রাতে বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতেন।
বৃহস্পতিবার সকালে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ হিসেবে দেওয়া বিদ্যুত সংযোগ বন্ধ না করেই নুরুল ইসলাম তার ক্ষেতে প্রবেশ করলে সাথে সাথে বিদ্যুত স্পৃস্ট হয়ে সিটকে পড়ে। কিছুক্ষন পর তার স্ত্রী খুঁজতে এসে তাকে ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নুরুল ইসলামকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ পরিবারের লোকজন পারিবারিক গোরস্থানে দাফন করেছে।
বিডিপ্রতিদিন/ ৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান