সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে প্রভাবশালী দ্বারা অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। বিভিন্ন স্থানে ধর্না দিয়েও কোন সুরাহা পাচ্ছে না পরিবারটি।
জানা যায়, সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম প্রায় বিশ বছর আগে ৮ শতক জমির উপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। ফরিদুলের বসতভিটে দখল করে নেয়ার জন্য প্রতিপক্ষ মৃত জনাব আলীর ছেলে প্রভাবশালী মওলাবক্স নানা ষড়যন্ত্র শুরু করে। এ অবস্থায় বুধবার সকালে তার বসতভিটা বাড়ির সামনে বাঁশের বেড়া ও কাটা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। অবরুদ্ধ হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসীর নিকট ধর্না দিয়েও কোন কাজ হয়নি।
ফরিদুল ইসলাম জানান, বেড়া দেয়ায় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছি। দুমাস বয়সী অসুস্থ শিশুকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছিনা। আরেক শিশু বাড়ির বাইরে বের হতে পারছে না। তিনি আরো জানান, বাজারে যেতে পারছিনা। ঘরে চাল-ডাল নেই। বাজারে যেতে দিচ্ছেনা। চুলাও জ্বলছে না। সাংবাদিকদের সহযোগিতায় ঘর থেকে বের হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছে।
ফরিদুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সেলিনা খাতুন জানান, সকালে স্কুলে যাওয়ার চেষ্টা করলে তারা লাঠিসোটা নিয়ে মারতে আসে। যে কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
ফরিদুলের মা মিলি খাতুন জানান, বাড়ুর অন্যপাশে খাল থাকায় সেখানেই গলা পর্যন্ত পানি। সেখান দিয়ে চলাচল করা যায় না।
এ বিষয়ে অভিযুক্ত মওলা বক্স জানান, আমার নিজের যায়গা। আমি বেড়াও দিতে পারি পুকুরও খনন করতে পারি। এতে কারো কিছু করা নেই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আক্তার জানান, যেহেতু সামাজিক সমস্যা সে জন্য অভিযোগ পাবার পরই বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি ব্যর্থ হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন