সিলেটের বিশ্বনাথ উপজেলায় রুকশানা নামে এক কিশোরীরর বাল্যবিয়ে ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহষ্পতিবার সকালে ওই কিশোরীরর বাল্যবিয়ে ভেঙ্গে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
সূত্র জানায়, উপজেলার লামাকাজি ইউনিয়নের সাহেব নগর গ্রামের ফয়জুল হকের কন্যা রুকশানার বিয়ে হওয়ার কথা ছিল সুনামগঞ্জ জেলার ছাতক থানার সাতগাঁও গ্রামের আকলু মিয়ার ছেলে রুকন’র সাথে। জন্মনিবন্ধন সনদে রুকশানার জন্ম তারিখ ২০/০৮/২০০০খ্রিষ্টাব্দ হওয়ায় বিয়ের দিন বয়স দাড়ায় ১৭বছর ৩মাস। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে উভয় পরিবারের সাথে কথা বলে বিয়ে ভঙ্গ করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, বাল্যবিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। আগামী রোববার উভয়পক্ষ ইউপি কার্যালয়ে এসে লিখিত অঙ্গিকারনামা দেবেন।
বিডিপ্রতিদিন/ ৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান