মাদারীপুরের শিবচরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিব (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শাকিব শিবচর উপজেলার আর্য্য দত্তপাড়া গুপ্তেরকান্দি গ্রামের মিজানুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, কাঁঠালবাড়ি ঘাট থেকে ভাঙ্গা যাওয়ার পথে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোরটসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পিছনে থাকা স্কুলছাত্র শাকিব পিছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক দিদার গুরুতর আহত হয়। তার আত্মীয় স্বজনরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দত্তপাড়া টিএন একাডেমির প্রধান শিক্ষক আ. ওহাব মিয়া জানান, নিহত শাকিল দত্তপাড়া টিএন একাডেমির দশম শ্রেণির ছাত্র। নিহত শাকিবের ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন