আশুলিয়ায় খালার বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেছে এক বখাটে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি ভাষানটেক এলাকায় এই ঘটনা ঘটে।
আশুলিয়ার থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রিপন মিয়া (২৮) হবিগঞ্জের চুনারঘাট থানার বাড়িগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। পলাশবাড়ি ভাষানটেক এলাকার মোহন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন রিপন।
পুলিশ জানায়, সম্প্রতি ওই তরুণী পলাশবাড়ি ভাষানটেক এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে। একই বাসার প্রতিবেশি বখাটে রিপনের নজর পড়ে ওই তরুণীর উপর। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ওই তরুণীকে বাসায় একা পেয়ে বখাটে রিপন কৌশলে বাসার ভিতরে প্রবেশ করে। পরে ওই তরুণীকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা আশুলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া বখাটে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত