নেত্রকানা সদর উপজেলার বালুকান্দায় প্রেমে প্রতারিত হয়ে রুমা নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকালে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রুমা নেত্রকোনা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি দিন মজুর লিটন মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, পার্শ্ববর্তী সাতবেরিকান্দা গ্রামের মঞ্জিল হকের ছেলে সহপাঠী সোহানের সাথে স্কুল জীবন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল রুমার। কিন্তু প্রেমিকা রুমাকে ধোকা দিয়ে আজ শুক্রবার অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন প্রেমিক সোহান। এরই জেরে প্রেমিক সোহানের কাছে একটি চিঠি লিখে রেখে রুমা আজ ভোরে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, রুমার হাতে লিখা চিঠি এবং ছবি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম