মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্তে রোহিঙ্গা পুশব্যাকের চেষ্টাকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীমান্তের ১৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক ওই বিএসএফ সদস্যের নাম লিটন দাস। ভারতীয় সীমান্ত ৩৯ গান্ধিনা ক্যাম্পের সদস্য। তাকে কাজিপুর বিজিবি ক্যাম্পে নেয়া হয়েছে।
কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনোহর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, কাজিপুর সীমান্তের ১৪৬ নং পিলারের পাশে পুশব্যাকের জন্য কয়েক হাজার রোহিঙ্গা জড়ো করে বিএসএফ। এসময় পুশব্যাকের চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বিএসএফ সদস্য লিটন দাসকে আটক করা হয়। তবে বাকি বিএসএফ সদস্যসহ রহিঙ্গারা পালিয়ে যায়। পরে আটক বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আজ শুক্রবার ভোরের দিকে কাজীপুর সীমান্তের ১৪৬ নং পিলালের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে গান্ধিনা ক্যাম্পের ইনচার্জ জোতি সিং এর কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাজিপুর বিজিবি কোম্পানী কমান্ডার মনোহর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতের গান্ধিনা ক্যাম্পের ইনচার্জ জোতি সিং ও বাংলাদেশের পক্ষে তিনি উপস্থিত ছিলেন। পরে আলোচনা সাপেক্ষে লিটন দাসকে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম