বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে কীর্তনখোলা নদীর চরহোগলা পয়েন্টে এ অভিযান চালানো হয়। এ সময় ২টি ট্রলার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণজোন কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমান।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ