পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, নিখোঁজ, গুম, অপহরণ বিষয়গুলো আজকের নয়। ব্রিটিশ আমল থেকেই এসব চলছে। এর জন্য পেনাল কোড তৈরি হয়েছে। আজ যেসব গুম, নিখোঁজের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়।
শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে নবনির্মিত ফটক উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আইজিপি এসব কথা বলেছেন।
আইজিপি আরও বলেন, আমরা গুম, নিখোঁজের বিষয়ে তৎপর রয়েছি। এ ধরনের ঘটনায় আমরা ৭৫ ভাগই সফলতা পাই, ২৫ ভাগ পাওয়া যায় না। তবে সেই ২৫ ভাগ পাওয়ার ক্ষেত্রেও আমরা সবসময় তৎপর থাকি। এসব ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা