আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আদালতে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে বলেন, যারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল তাদের মুখে ক্ষমার কথা হাস্যকর। মন্ত্রী শুক্রবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আবার কখনও সহায়ক সরকারের কথা বলে। আসলে বিএনপি কি চায় তা তারা নিজেরাই জানেনা। তিনি বলেন, দেশকে ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। একানব্বইয়ের মতো জয় এসেছে ভেবে আগে-ভাগেই আওয়ামী লীগ কর্মীদের ভোট কেন্দ্র না ছাড়ার আহবান জানিয়ে মন্ত্রী আগামী নির্বাচনে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
পথসভা শেষে মন্ত্রী জামালপুর-মাদারগঞ্জ সড়কের ৩ টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজমের মাতা মরহুম নূরুন নাহার বেগমের দোয়া ও চেহলাম অনুষ্ঠানে অংশ নেন।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/হিমেল