টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মামা সুব্রত দাস (২৮) ও তার ভাগ্নে অরণ্য দাস (২২) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার আগবিক্রমহাটি গ্রামের কাজল দাসের ছেলে সুব্রত দাস (২৮) এবং তার ভাগ্নে অরণ্য দাস (২২)। অরণ্য এনায়েতপুর এলাকার রামচন্দ্র দাসের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুপুরে মোটরসাইকেলে করে শিবপুর মোড় অতিক্রম করছিলেন সুব্রত ও অরণ্য। এসময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুব্রত নিহত হন। এতে গুরুতর আহত হন তার ভাগ্নে অরণ্য। এ অবস্থায় অরণ্যকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত