চাকরি নিয়মিতকরণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রবিবার সকাল ১১টায় সংগঠনটির উদ্যোগে জেলা প্রমাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন রাঙামাটি জেলা শ্রমিক লীগ, ট্রাক-শ্রমিক ইউনিয়ন, টিএনটি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক ও জনপথ অধিদফতরে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে এ দেশের প্রায় ১৭ কোটি মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণে ও রক্ষণাবেক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছ। অধিদফতরের সাংগঠনিক কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৭৮৩৬টি।
আগামী এক, দুই বছরের মধ্যে অধিদফতরের নিয়মিত কর্মচারীরা অবসর যাবে। কিন্তু এ অবসর সময় তাদের খালি হাতে বাড়ি ফিরতে হবে। দীর্ঘ ১২ বছর ধরে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মচারীরা কর্মজীবন শেষে তাদের প্রাপ্য অবসর ভাতা পাচ্ছে না। তাছাড়া শ্রমিক কর্মচারীদের প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে।
শ্রমিক কর্মচারীরা মামলার আওতায় হাইকোর্ট তথা উচ্চ আদালতের রায় পাওয়া সত্ত্বেও প্রশাসন রায় বাস্তবায়ন না করে এই শ্রমিক কর্মচারীদের অনিশ্চিত জীবনের দিকে ঢেলে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে তাদের পরিবার পরিজন মানবেতর জীবনযাপন করছে। যা মানবতা ও মানবাধিকার লঙ্ঘনের সামিল।
অবিলম্বে সড়ক ও জনপথ অধিদফতরের ৭০৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণসহ সাতদফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান সংগঠনের নেতারা।
রাঙামাটি সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহা-সভাপতি বুদ্ধ প্রসাদ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কুঞ্জু মনি ত্রিপুরা, রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, শ্রমিক নেতা নাদিরুজ্জামান ও পরেশ মজুমদার প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/আরাফাত