কক্সবাজারের রামুতে চার কিশোর শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৪ জুলাই দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর আত্মীয়।
নিখোঁজ চারজন হলো- রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহ’র ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, সদর উপজেলার বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহ’র ছেলে উমর ফারুক ইমন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনও সন্ধান মেলেনি তাদের।
এ ঘটনায় পরিবারগুলো মর্মাহত হয়ে পড়েছে এবং সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করছে।
রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানিয়েছেন, এ রকম একটি ঘটনা শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ