২০১১ সালে শুরু হওয়া একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবার ফিরছে নতুন কিস্তি নিয়ে। এবার ‘রাগিনী এমএমএস ৩’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একতা কাপুর ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। তামান্না গল্পের ভৌতিক টুইস্ট শুনে নাকি বিস্মিত হয়েছিলেন। আগের মতো এবারও থাকবে আকর্ষণীয় গান ও চমকপ্রদ টার্ন।
গল্প শুরু হবে আগের সিক্যুয়েলের ধারাবাহিকতা থেকে- এক পোড়ো বাড়ির রহস্য, ব্যাচেলার পার্টি, সম্পর্কের টানাপোড়েন এবং ওইজা বোর্ড ঘিরে অদ্ভুত সব ঘটনা।
২০২৫ সালের শেষ নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। যদিও অন্য চরিত্রে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত নয়। তামান্নাকে কেন্দ্র করেই এবার নতুনভাবে ‘রাগিনী’ ফিরে আসছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ