বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ওটিটি অভিষেক হয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রীমা কাগতি নির্মিত থ্রিলার সিরিজ ‘দাহাড়’ দিয়ে। সাহসী অভিনয়, তীব্র গল্প আর বাস্তবধর্মী চরিত্রচিত্রণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। এবার আসছে এর দ্বিতীয় মৌসুম।
প্রতিবেদন অনুযায়ী, রীমা কাগতি ইতোমধ্যে নতুন মৌসুমের চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। এ বছরের ডিসেম্বরেই শুরু হবে শুটিং। বরাবরের মতোই সিরিজটি আসবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। দ্বিতীয় মৌসুমেও পুলিশ অফিসার অঞ্জলি ভাটির ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
এর আগে রীমা কাগতি এ বছরের শুরুতে ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ বানিয়ে সাড়া ফেলেছিলেন। বর্তমানে তিনি পুরোদমে ব্যস্ত ‘দাহাড় ২’ নির্মাণে।
অন্যদিকে, সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ভৌতিক ছবি ‘নিকিতা রয়’–এ (মুক্তি: ১৮ জুলাই), তবে ছবিটি আশানুরূপ সাড়া পায়নি। সম্প্রতি তিনি প্রথমবারের মতো তেলুগু ছবিতে নাম লিখিয়েছেন। সেখানে তার বিপরীতে আছেন তারকা সুধীর বাবু। অলৌকিক রোমাঞ্চের গল্পে নির্মিত এই ছবির নাম ‘জতধারা’, পরিচালনায় আছেন ভেঙ্কট কল্যাণ।
ব্যস্ত কাজের ফাঁকে ব্যক্তিগত জীবনেও আলোচনায় সোনাক্ষী। স্বামী জহির খানের সঙ্গে বর্তমানে তিনি আছেন সুইজারল্যান্ডে পারিবারিক অবকাশ যাপনে। অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন, পরিবারের সদস্যদের নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/আশিক