নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরের আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের ভিতরের প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। আজ বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় একটি সীমানা পিলার পুনঃস্থাপন করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলেও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ'র জাহাজ অগ্রনী, একটি এক্সাভেটর (ভেকু), একটি টাগবোটসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী, পুলিশ, আনসার ও ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু শান্তি। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের পরিদর্শক আবু তাহের খান প্রমুখ।
বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তিনি আরো জানান, শীতলক্ষ্যার তীর রক্ষায় আরো ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। শীতলক্ষ্যার তীর রক্ষায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার