সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ল্যাপটপ, মোবাইল, ট্যাব ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। তার নাম মো. নজরুল ইসলাম, বয়স ২৮ বছর। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দাপাড়া কল্যাণপুর বাজারে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। আটক নজরুল ইসলাম কল্যাণপুর নতুনপাড়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া কল্যাণপুর বাজারের মেসার্স মোল্ল্যা টেলিকমের দোকানে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট, দু’টি ল্যাপটপ, ৩টি ট্যাব, ১টি ক্যামেরা, ১০টি মোবাইল ফোন সেট ও নগদ প্রায় ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ