ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের সুতাং এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চার যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম রাবার বাগানে কাজ করতেন বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেটের মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর